ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঘাটাইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘাটাইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার কাইল্যা গ্রামের কয়েক যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে অগ্রসর হয়।

খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের অটোচালক মুক্তার আলীর ছেলে আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অন্তত ১০ জন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২০ এপ্রিল ২০১৭/শাহরিয়ার সিফাত/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়