ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধুর কন্যা ও পুতুলের নামে ফেসবুক পেজ নেই

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর কন্যা ও পুতুলের নামে ফেসবুক পেজ নেই

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা,  শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে এখনো অফিশিয়ালি কোনো ফেসবুক পেজ চালু হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েব টিম।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন।

এতে বলা হয়, গত কিছুদিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু 'ফেইক ফেসবুক পেজ' বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ফেরিভাইড ফেসবুক পেজ Sajeeb Wazedও শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকর একটি ফেসবুক আইডি Radwan Mujib Siddiq অফিশিয়ালি চালু আছে- যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

জনসাধারণ ও সাংবাদিক ভাইদের অবগতির জন্য আমরা আবারো জানাচ্ছি, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে এখনও অফিশিয়ালি কোনো ফেসবুক পেজ চালু হয়নি, একই সঙ্গে এরকম পেজগুলোর অ্যাডমিনদের আমরা অনুরোধ করব পেজগুলোকে 'আনঅফিশিয়াল' হিসেবে ঘোষণা দিয়ে আমাদের সহযোগিতা করবেন- অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।



রাইজিংবিডি/ঢাকা/২৯  মে ২০১৭/নৃপেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়