ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওটিজি সুবিধার নতুন পেনড্রাইভ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওটিজি সুবিধার নতুন পেনড্রাইভ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি পণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড এনেছে অ্যাপাসার ব্র্যান্ডের ওটিজি সুবিধার নতুন পেনড্রাইভ।

আইফোন কিংবা আইপ্যাডের তথ্য ধারণক্ষমতার সীমাবদ্ধতা এবং যেকোনো অপারেটিং সিস্টেমের ডিভাইসে নিরপদে তথ্য পরিবহনের সুবিধা দেবে দ্বিমুখী সুবিধার এই ফ্লাশ ড্রাইভ।

অ্যাপাসার ওটিজি এএইচ১৯০ মডেলের এই ডুয়াল ফ্লাশ ড্রাইভটির রয়েছে ১৬ গিগাবাইট, ৩২ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট তথ্য সংরক্ষণ ক্ষমতা। রোজ ও রোজ গোল্ড রঙের এই ফ্লাশ ড্রাইভের মূল্য যথাক্রমে এক হাজার ৯০০, তিন হাজার ৯০০ এবং পাঁচ হাজার ৫০০ টাকা।

টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক জানান, অ্যাপাসার এএইচ ১৯০ ফ্লাশ ড্রাইভটি একইসঙ্গে তথ্য ধারণ ও পরিবহনের একটি সুরক্ষিত ডিভাইস। এটি অ্যাপল ডিভাইসে লাইভ স্টোরেজ হিসেবেও দিব্যি কাজ করে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়