ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফেসবুকে প্রোফাইল ছবি চুরি বন্ধ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে প্রোফাইল ছবি চুরি বন্ধ

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুক থেকে ছবি চুরি করে ফটোশপে এডিট করে পর্নো ছবি হিসেবে ব্যবহারের ঘটনা অহরহ।

বন্ধু তালিকায় না থাকা যেকোরো কাছ থেকে ছবির অ্যালবাম লুকিয়ে এক্ষেত্রে সুরক্ষিত থাকার সুবিধা থাকলেও, প্রোফাইল ছবি এক্ষেত্রে অরক্ষিত। কেননা প্রোফাইল ছবি ডাউনলোড করতে পারে বন্ধু তালিকায় না থাকা যে কেউ। তবে এবার ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের প্রোফাইল ছবির সুরক্ষায়ও পদক্ষেপ গ্রহণ করেছে।

ব্যবহারকারীদের প্রোফাইল ছবি কপি করার উপায় সাইবার অপরাধীদের কাছে খুবই সীমিত করা হয়েছে। ব্যবহারকারীর অনুমোদন ছাড়া প্রোফাইল ছবি নেওয়ার কোনো সুযোগ থাকছে না, এর ফলে অপব্যবহার বন্ধ হবে।

এ প্রসঙ্গে ফেসবুকের একজন প্রোডাক্ট ম্যানেজার আরতি সোমান বলেন, ‘ভারতে ফেসবুক ব্যবহারকারীদের ওপর গবেষণায় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যৌথ গবেষণায় আমরা দেখেছি, অনেক নারী ব্যবহারকারী তাদের ছবি এমনকি প্রোফাইল ছবিও অপরিচিতদের সঙ্গে শেয়ার করতে চান না। কারণ তারা উদ্বিগ্ন যে, তাদের ছবির সঙ্গে কী ঘটতে পারে ইন্টারনেটে।’

ফেসবুকের নতুন এই উদ্যোগের মধ্যে রয়েছে অনুমোদন ব্যতীত প্রোফাইল ছবি মেসেঞ্জারে ডাউনলোড অথবা শেয়ার বন্ধ, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রোফাইল ছবির স্ক্রিন শট নেওয়াও বন্ধ, স্ক্রিনশট নিতে গেলে প্রোফাইল ছবি চুরির প্রতিবন্ধক হিসেবে ছবিকে নীল প্রলেপে রূপ দেওয়া।

ফেসবুক কর্তৃপক্ষের মতে, প্রোফাইল ছবি কপির ক্ষেত্রে ছবির ওপর নীল প্রলেপ যুক্ত হওয়ার বিষয়টি অন্তত ৭৫ শতাংশ ছবি চুরির ঘটনা কমাবে। ফেসবুক ভারতে তাদের ব্যবহারকারীদের প্রোফাইল ছবিতে এই রক্ষাকারী প্রলেপ যোগ করার জন্য নির্দেশিকা চালু করেছে।

সোমান বলেন, ‘কেউ যদি সন্দেহ করে যে, তার সুরক্ষিত ডিজাইনের প্রোফাইল ছবিটি ফেসবুকে কোথাও অপব্যবহার করা হয়েছে, তাহলে ফেসবুকে রিপোর্ট করতে পারবে এবং নতুন এই ডিজাইন আমাদের সহজেই সাহায্য করবে যে, ছবিটি ফেসবুক থেকে মুছে ফেলা উচিত।’

বর্তমানে এই সেবাটি কেবল ভারতের ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে কারণ দেশটিতে নারীদের ছবি অপব্যবহারের ঘটনা বেশি। সেবাটি সফল প্রমাণিত হলে, বিশ্বের অন্যান্য দেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্যও তা উন্মুক্ত করা হবে। এ প্রসঙ্গে সোমান বলেন, ‘ভারতে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যা শিখছি তার ওপর ভিত্তি করে আমরা আশা করছি শিগগির অন্যান্য দেশে সেবাটি প্রসারিত করা হবে।’

তথ্যসূত্র : মিরর

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়