ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পর্দায় জসীমউদ্‌দীনের ‘কবর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্দায় জসীমউদ্‌দীনের ‘কবর’

বিনোদন প্রতিবেদক : পল্লীকবি জসীমউদ্‌দীনের অমর কবিতা ‘কবর’। চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশ সেলুলয়েডের পর্দায় এবার নিয়ে এসেছেন এ কবিতাটি। সম্প্রতি এ কবিতা অবলম্বনে তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়িকা চম্পা, কাজী নওশাবা আহমেদ, খল অভিনেতা শিমুল খান।

এ প্রসঙ্গে রাশিদ পলাশ রাইজিংবিডিকে বলেন, ‘এ চলচ্চিত্রে দাদু চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাতি চরিত্রে মাহি বি, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চম্পা, আর বুজি চরিত্রে সাদিয়া রহমান। প্রত্যেক অভিনয়শিল্পী প্রতিটা চরিত্র চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এ প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘আমার দাদা মাওলানা আব্দুল হামিদ খান ছিলেন ফরিদপুরের অন্যতম একজন কবি যিনি বেশ কিছু কাব্যগ্রন্থ জীবদ্দশায় লিখে গিয়েছেন। তা ছাড়া তিনি ছিলেন কবি জসীমউদ্‌দীনের একান্ত ভাবশিষ্য এবং তার তারুণ্যের বেশির ভাগ সময়ই কেটেছে কবি জসীমউদ্‌দীনের সাথে। শিল্পের প্রতি দায়বদ্ধতা, নিজ এলাকা ও সারাদেশের গর্ব কবি জসীমউদ্‌দীনের প্রতি সম্মান জানিয়ে কাজটি করেছি। রাশিদ পলাশের কাছ থেকে এ কাজের প্রস্তাব পাওয়ার সাথে সাথেই চোখ বুজে কাজটি করতে রাজী হয়ে যাই। তা ছাড়া এতে তারেক আনাম স্যার এবং চম্পা ম্যাডামসহ আমার সকল সহশিল্পীই প্রকৃত অর্থে অনেক গুণী। কাজটি করে আমি অনেক খুশি কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’

৭-৯ আগস্ট মানিকগঞ্জ এবং পুবাইলের বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। এছাড়াও এতে অভিনয় করেছেন সাদিয়া রায়হান, মাহি বি, মৃনাল, সুমি প্রমুখ। ঈদুল আজহার পর চলচ্চিত্রটি নিয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হবে। পরবর্তীতে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়