ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তামিমের ‘বিশ্রাম’ নিয়ে কিছুই জানেন না প্রধান নির্বাচক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের ‘বিশ্রাম’ নিয়ে কিছুই জানেন না প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান টেস্ট থেকে বিশ্রাম চেয়েছিলেন ছয় মাসের। আপাতত তাকে শুধু দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিবি। টেস্ট না খেললেও সীমিত ওভারের সিরিজে তিনি ঠিকই খেলবেন।

গুঞ্জণ ছড়িয়েছে সাকিবের পথ অনুসরণ করে তামিম ইকবাল বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেললেও খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ!

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমন গুঞ্জণ উড়িয়ে দিয়েছেন। সরাসরি বলেছেন,‘তামিমের বিশ্রাম ইস্যুতে আমার কোনো ধারণা নেই।’ শুধু প্রধান নির্বাচক না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কোনো কর্মকর্তার তামিমের ‘বিশ্রাম’ ইস্যুতে কোনো ধারণা নেই।

দক্ষিণ আফ্রিকার সিরিজে ম্যানেজার হিসেবে যাচ্ছেন মিনহাজুল আবেদীন। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেছেন,‘আমরা যে দল (টেস্ট) নির্বাচন করেছি সেই দল পুরো সফরের জন্য যাচ্ছে। ওয়ানডে দল আমরা টেস্ট সিরিজের মাঝপথে ঘোষণা করব।  তামিমও আমাদের বিশ্রাম নেয়ার বিষয়ে কিছু বলেনি।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়