ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

থানায় বিপদে আছে পাখিগুলো

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থানায় বিপদে আছে পাখিগুলো

নিজস্ব প্রতিবেদক, যশোর : পাখিগুলো খাঁচাসহ এখন যশোর পুলিশের খাঁচায় ‘বড় বিপদে’ সময় পার করছে। গত এক সপ্তাহে ১০টি পাখির একটি মারাও গেছে। অন্তত আরও এক সপ্তাহ থানা পুলিশের হেফাজতে থাকতে হবে তাদের।

সূত্র মতে, যশোরের চাঁচড়া চেকপোস্টে বেনাপোলের দুর্গাপুর গ্রামের আবুল হোসেনকে গত ১১ সেপ্টেম্বর চারটি টিয়া ও ছয়টি টার্কিজসহ আটক করে চাঁচড়া পুলিশ ফাঁড়ি। পাচারের অভিযোগে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা রুজু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মানিক চন্দ্র গাইন জানিয়েছেন, পাখিগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দেওয়ার জন্য তিনি আদালতে আবেদন করেন। এ সময় অন্য এক ব্যক্তি পাখিগুলোর মালিক দাবি করে তার জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত পাখির মালিকানা যাচাইয়ের জন্য পুলিশকে নির্দেশ দেন। যার শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ২৫ সেপ্টেম্বর। সে হিসাবে এখনও ৭দিন পাখিগুলো কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে থাকবে।

কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানিয়েছেন, আইনি জটিলতার কারণে পাখি থানায় রাখতে হয়েছে। গরমে পাখিগুলো অসুস্থ হয়ে পড়ছে। ইতিমধ্যে একটি টিয়া মারাও গেছে।

 

 

রাইজিংবিডি/যশোর/১৮ সেপ্টেম্বর ২০১৭/বি এম ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়