ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নবজাতক শিশু বেড়াবে ড্রোনে! (ভিডিও)

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবজাতক শিশু বেড়াবে ড্রোনে! (ভিডিও)

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। তাই নবজাতক শিশুকে স্ট্রলার বা ক্যারিয়ারে নিয়ে ঘুরে বেড়ানোর মতো ঝামেলা ভুলে যান। এর পরিবর্তে নবজাতক শিশুকে বহনের বিষয়টিকে নিয়ে যান নতুন উচ্চতায়।

স্ট্রলার বা ক্যারিয়ারে নবজাতক শিশুকে বহনের ঝামেলাটির সমাধান দিয়েছেন ইউটিউবার সিমোন জিয়ার্টজ। তবে তার এই ধারণাটি সত্যিকার অর্থে কিন্তু অশুভ- ড্রোনে শিশু বহন।

ডিজিটাল প্রেমী অভিভাবকদের তিনি মজা করে পরামর্শ দিয়েছেন, নবজাতককে ড্রোনে বহন করার জন্য। ড্রোনে প্রতীকী রূপে পুতুল বহন করে তিনি তা দেখিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, প্রথম শিশুটি (পুতুল) মাত্র ২ সেকেন্ডের মধ্যে ড্রোন সহ মাটিতে আছড়ে পড়েছে। এরপর সিমোন চেষ্টা করেন আরো ছোট শিশুর (ছোট পুতুল) মাধ্যমে তা করে দেখানোর। কারণ ১ বছর বয়সি শিশুর ওজনের তুলনায় ১ মাস বয়সি শিশুর ওজন এক্ষেত্রে সুবিধার।

ইউটিউবার সিমোন মূলত দর্শকের বিনোদন দেওয়ার জন্য মজা করে এমন পরিকল্পনার ভিডিওটি তৈরি করেছেন। বাস্তবে কিন্তু কখনোই এটি কাম্য নয়।



তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়