ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ১২ পুলিশ নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির কান্দাহার প্রদেশের মারুফ জেলায় এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন জানিয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

কান্দাহার পুলিশের মুখপাত্র জিয়া দুররানি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত ও চারজন আহত হয়েছে।

তবে পাকিস্তান সীমান্তবর্তী মারুফ জেলার এক সীমান্ত পুলিশ কমান্ডার জানিয়েছেন, নিহতের সংখ্যা ১৪ এবং আটজন আহত হয়েছে। বুধবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

ওই কর্মকর্তা বলেন, ‘হামলার প্রচন্ডতার কারণে ভবনের ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা বেড়েছে। ওই এলাকায় ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।’

তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি জানিয়েছেন, চার ঘন্টার জন্য মারুফ শহর দখলে রেখেছিল তালেবান। অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়ার পর তালেবান ওই এলাকায় ছেড়ে এসেছে।

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়