ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে শুভর ঝড়ো সেঞ্চুরি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শুভর ঝড়ো সেঞ্চুরি

ব্যাটে উঁচিয়ে অভিনন্দনের জবাব দিচ্ছেন শামসুর রহমান শুভ (ছবি: রেজাউল করিম)

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলার পর পরের দুই রাউন্ড খেলতে পারেননি ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান শুভ। প্রথম রাউন্ডে দুই ইনিংসে করেছিলেন মাত্র ৫ রান।

চতুর্থ রাউন্ডে ফিরেই বাজিমাত করলেন ঢাকার এ ক্রিকেটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন শামসুর রহমান। তিন বছর পর আবার এ মাঠেই সাদা পোশাকে পেলেন সেঞ্চুরির স্বাদ। সেটাও মাত্র ৬৪ বলে। রীতিমতো চট্টগ্রামের বোলারদের কড়া শাসন করেছেন এ হার্ডহিটার।

 


৩৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া শামসুর রহমান তিন অঙ্ক ছুঁয়েছেন পরের ২৬ বলে। বৃষ্টির আগ পর্যন্ত শামসুর রহমান ১০২ রানে অপরাজিত। ৬৭ বলে ৮ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি তার ১৪তম সেঞ্চুরি। তার ঝড়ো ব্যাটিংয়ে ২১ ওভারে ১৬৫ রান তুলেছে ঢাকা মেট্রো। ৭.৮৬ গড়ে রান তুলেছে মার্শাল আইয়ুবের দল। দ্বিতীয় ইনিংসে তাদের লিড ২৭৩ রান।

প্রথম ইনিংসে ঢাকা মেট্রো করেছিল ৩৬৯ রান। জবাবে চট্টগ্রাম গুটিয়ে যায় ২৬১ রানে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়