ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালেদার বিরুদ্ধে পরোয়ানা : ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার বিরুদ্ধে পরোয়ানা : ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কুমিল্লায় বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে এবং বুধবার দেশের সকল উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।

সোমবার এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

দুই বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ‘পলাতক’ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলায় ৭৮ জনকে আসামি করে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম সোমবার এই আদেশ দেন।

বিবৃতিতে ছাত্রদল নেতৃদ্বয় বলেন, ‘জনরোষের ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। তারা দিগ্বিদিক হারিয়ে একের পর এক হাস্যকর মামলায় দেশনেত্রীকে হয়রানির অভিপ্রায়ে আজ্ঞাবহ আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। সরকার যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশবাসী। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ছাত্রদল দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে সমুচিত জবাব দেবে।’




রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়