ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুড়ছে ক্যালিফোর্নিয়া, মৃত বেড়ে ২৩

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুড়ছে ক্যালিফোর্নিয়া, মৃত বেড়ে ২৩

পুড়ে ছাই হয়ে গেছে সান্তা রোজ শহর

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বিশাল অঞ্চল।

এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তিন শতাধিক লোক নিখোঁজ রয়েছে। আহত হয়েছে অনেকে।

ঝড়ো বাতাসে দাবানলের তীব্রতা বেড়ে আরো দ্রুত নতুন নতুন এলাকায় ছিড়িয়ে পড়ছে। একসঙ্গে ২২টি দাবানল সক্রিয় রয়েছে- এগুলো বন থেকে লোকালয়ে ছড়িয়ে পড়ছে এবং সব কিছু জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দিচ্ছে।

ক্যালিফোর্নিয়ার মদ উৎপাদনকারী জেলাগুলো জনশূন্য হয়ে পড়েছে। দাবানলের ধোঁয়া স্যান ফ্রান্সিস্কো পর্যন্ত ছড়িয়ে পড়েছে। লোকালয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ভয়াবহ দাবানলগুলোর মধ্যে এটি অন্যতম।  

অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান কেন পিমলোট বলেছেন, এটি খুবই সাংঘাতিক, গুরুতর ও বিপর্যয়কর ঘটনা।’ এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

পিমলোট বলেছেন, আগুন নেভাতে ৭০টি হেলিকপ্টার, ৩০টি এয়ার ট্যাংকার ও ৮ হাজার অগ্নিনির্বাপণকর্মী নিয়োজিত রয়েছে। তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

সান্তা রোজা শহরের পুরোটা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। শহরটির ১ লাখ ৭৫ হাজার লোক সরিয়ে নেওয়া হয়েছে। আরো বেশ কয়েকটি শহরের সব লোককে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন


রাইংজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়