ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্টফোন আনছে অপ্পো

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্টফোন আনছে অপ্পো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইন্ডাস্ট্রির প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন সেলফি এক্সপার্ট ফোন বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ক্যামেরা ফোন ব্র্যান্ড অপ্পো। ‘এফ-ফাইভ’ নামক এই ফোনটি অপ্পোর প্রথম ফুল স্ক্রিন ডিভাইস।

এআই প্রযুক্তিসম্পন্ন এই সেলফি এক্সপার্ট স্মার্টফোনটি দেবে পারফেক্ট সেলফি অভিজ্ঞতা। বাংলাদেশে অপ্পোর ক্রমবর্ধমান তরুণ ভক্তদের চাহিদা মেটাইে এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরাতে (ফ্রন্ট ক্যামেরা) ব্যবহার করা হয়েছে এআই বিউটি প্রযুক্তি, যা সেলফি শটকে আরো অসাধারণ করতে ম্যাসিভ গ্লোবাল ফটো ডাটাবেজ থেকে এআই ব্যবহার করে।

এছাড়াও এই ডিভাইসে থাকছে অপ্পোর প্রথম ফুল স্ক্রিন এফএইচডি+ ডিসপ্লে, যার মাধ্যমে উপভোগ করা যাবে প্রাণবন্ত ছবি এবং ফোনের কোনো আকার পরিবর্তন ছাড়াই ভিজ্যুয়াল ইনজয়মেন্ট। হাই-রেজ্যুলেশন স্ক্রিন দেবে আরো চমৎকার অভিজ্ঞতা।

এই সেলফি এক্সপার্ট স্মার্টফোনে রয়েছে আগের ফোনগুলোর তুলনায় অধিক আপডেটেড অপারেটিং সিস্টেম। ফোনটি নভেম্বর শুরুতে থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়