ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুগল ডুডলে হুমায়ূন আহমেদ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুগল ডুডলে হুমায়ূন আহমেদ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উদযাপন করছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।

আজ সোমবার গুগল বাংলাদেশের হোমপেজের ডুডল সাজানো হয়েছে হুমায়ূন আহমেদকে নিয়ে। আজকের ডুডলে, নিজের হাতে গড়া প্রিয় নুহাশ পল্লীতে চায়ের টেবিলে বই হাতে দেখা যাচ্ছে হূমায়ুন আহমেদকে এবং তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হিমুকে। হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন ও শ্রদ্ধা জানাতেই গুগলের এই বিশেষ ডুডল।

হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।

তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, পরিচালক, গীতিকার। তার টেলিভিশন নাটকগুলো ছিল সর্বাধিক জনপ্রিয়। তার নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি।

 


রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়