ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইনফোজিলিয়নকে লাইসেন্স কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৩০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইনফোজিলিয়নকে লাইসেন্স কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল অর্থাৎ এমএনপি সেবা প্রদানের জন্য ইনফোজিলিয়ন বিডি টেলিটক কনসোর্টিয়াম লিমিটেডকে লাইসেন্স কপি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে লাইসেন্সের কপি হস্তান্তর করা হয়।

বিটিআরসির চেয়ারম্যান এর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান ড. শাহ্‌জাহান মাহমুদ ইনফোজিলিয়ন বিডি টেলিটক কনসোর্টিয়াম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেনের নিকট এমএনপি লাইসেন্সের কপি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের কমিশনার মো. জহুরুল হক, স্পেকট্রাম বিভাগের কমিশনার মো. আমিনুল হাসান, ইঞ্জিরিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার মো. রেজাউল কাদের, লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক মো. শহীদুজ্জমান, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদুল বারী, ইঞ্জিরিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক কর্নেল মোস্তফা কামাল, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইন, সচিব মো. সরওয়ার আলম, লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের পরিচালক সাইমুর রহমান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ৩০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়