ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মেয়েদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর তাগিদ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়েদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর তাগিদ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ‘প্রোগ্রামিং না শিখলে আমার কখনো এমআইটিতে আসা হতো না, গুগলে কাজ করা অভিজ্ঞতা হতো না, সর্বোপরি হতো না বিশ্বের অন্যতম সেরা মানুষদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আর প্রোগ্রামিং শেখার জন্য জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই। অধ্যবসায়, চেষ্টা, গণিতে দক্ষতা আর শেখার আগ্রহ থাকলে মেয়েরাও প্রোগ্রামিংয়ে অনেক ভালো করতে পারে।’

- বিশ্বের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেসের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত ফেসবুক লাইভে এই অভিমত ব্যক্ত করেন এমআইটি পড়ুয়া বাংলাদেশের মেয়ে বৃষ্টি শিকদার।

২০১২ সালে ২৪তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক জয়ী ও ‘বিশ্বসেরা হাইস্কুল গার্লস প্রোগ্রামার’ অ্যাওয়ার্ড পাওয়া বৃষ্টি শিকদার, রোববার রাতে ফেসবুক লাইভে তার প্রোগ্রামার হওয়া, সমস্যা সমাধানে আগ্রহ এবং এ নিয়ে গুগলে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। নিজের প্রস্তুতি বিষয়ে বৃষ্টি বলেন, ‘যখন আমি বাসা থেকে কোথাও যেতাম তখন পথে যখনই সময় পেতাম একটি সমস্যা নিয়ে ভাবতাম। ফেরার পথে সেটির সমাধান হয়ে গেলে বাসায় ফিরে কোডিং করতে লেগে যেতাম।’

প্রোগ্রামিংয়ে আগামী দিনের সম্ভাবনা তুলে ধরে বৃষ্টি মেয়েদের বেশি বেশি প্রোগ্রামিং করার জন্য আহবান জানান।

ফেসবুক লাইভ অনুষ্ঠান আয়োজনের আগে বিডিওএসএন কার্যালয়ে কেক কেটে অ্যাডা লাভলেস দিবস উদযাপনের কর্মসূচি শুরু করে বিডিওএসএনের কর্মীরা। এ সময় বিডিওএসএনের প্রোগ্রাম সমন্বয়কারী মোশারেফ হোসেন অ্যাডা লাভলেসের জীবনী তুলে ধরেন। সে সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রোগ্রাম অফিসার শারমিন কবীর, কর্মসূচি সমন্বয়ক আল রাব্বী, এসপিএসবির সমন্বয়ক জেসমিন আখতার প্রমুখ।

বিশ্ব কম্পিউটার শিক্ষা সপ্তাহকে কেন্দ্র করে বিডিওএসএনের দুই মাসব্যাপী কর্মকাণ্ডের অংশ হিসেবে অ্যাডা লাভলেস দিবস উদযাপন করা হয়। আয়োজনে গোল্ড স্পন্সর এডিএন গ্রুপ, ব্রোঞ্চ স্পন্সর শিওরক্যাশ ও দোহাটেক নিউ মিডিয়া, ল্যাপটপ পার্টনার ডেল এবং পার্টনার ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টার।

এই আয়োজনের আওতায় সারাদেশে আওয়ার অব কোড, প্রোগ্রামিং আড্ডা, হ্যালো ওয়ার্ল্ড ক্যাম্প, গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে পরবর্তী আয়োজন ‘সবার জন্য অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা’ ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে। বিস্তারিত জানতে ক্লিক: https://goo.gl/UKQ4u8G



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়