ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুরান ঢাকায় পাঁচতলা ভবন হেলে পড়েছে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরান ঢাকায় পাঁচতলা ভবন হেলে পড়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ ওই ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশনা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওই বাড়ির বাসিন্দারা ইতিমধ্যে বাসা ছেড়ে যেতে ‍শুরু করেছেন।

রোববার সকালের দিকে ২/ই আরএনডি রোডের কিল্লার মোড় সংলগ্ন ফজলুল হক আমিনির বাড়ির বিপরীত দিকের ওই ভবনটির ওপরের অংশ হেলে পাশের ভবনে ঠেকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 



ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি সুবাস কুমার পাল জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনকে জানাই। পরে তারা এসে বাড়ি দেখেছেন। ভবনটিতে বসবাসের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে রাজউকের অঞ্চল-৫ এর অথোরাইজড কর্মকর্তা আশীস কুমার সাহা জানিয়েছেন, ভবনের গ্যাস, পানি বিদ্যুতের সংযোগ বিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের অন্য কোথাও চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, চার তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও মালিক পাঁচ তলা বানান। এখন ভবনের নথি বুয়েটে পাঠানো হবে। পরীক্ষার পর এটি বাসযোগ্য কি না তা জানা যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়