ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়াসিমকে ছাড়িয়ে সবচেয়ে সফলতম বাঁহাতি হেরাথ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াসিমকে ছাড়িয়ে সবচেয়ে সফলতম বাঁহাতি হেরাথ

ক্রীড়া প্রতিবেদক : রঙ্গনা হেরাথের অফ স্টাম্পে পিচ করা বল স্লগ সুইপ করলেন তাইজুল ইসলাম। ডিপ মিড উইকেটে ক্যাচ নিলেন দানুসকা গুনাথিলাকা। হেরাথ উঠে গেলেন চূড়ায়।

টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন হেরাথের। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার পেছনে ফেলেছেন পাকিস্তানের ওয়াসিম আকরামকে।

ঢাকা টেস্টে আজ তাইজুল হেরাথের ৪১৫তম শিকার। ওয়াসিম আকরামের উইকেটসংখ্যা ৪১৪টি। বাঁহাতিদের মধ্যে চারশর ক্লাবে রয়েছেন শুধুমাত্র এই দুজনই।

ওয়াসিম আকরামের থেকে ৩ উইকেট পেছনে থেকে ঢাকা টেস্টে মাঠে নেমেছিলেন হেরাথ। প্রথম ইনিংসে বাঁহাতি স্পিনার পাননি কোনো উইকেট।

দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের উইকেট নিয়ে খাতা খোলেন হেরাথ। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ইমরুল কায়েস হেরাথের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। বিরতির পর মুমিনুলও উইকেটের পেছনে ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

নিজের দশম ওভারে হেরাথ পকেটে তোলেন মুশফিকের উইকেট। এগিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন মুশফিক। বল লুফে নিয়ে স্টাম্প ভাঙতে সময় নেননি ডিকভেলা। মুশফিকের উইকেট দিয়ে ওয়াসিমকে স্পর্শ করেন হেরাথ। পরবর্তীতে তাইজুলের উইকেট নিয়ে ছাড়িয়ে যান ওয়াসিমকে।

ওয়াসিম আকরাম ১০৪ টেস্টে পেয়েছেন ৪১৪ উইকেট। কিংবদন্তি এ পেসারকে ছাড়িয়ে যেতে হেরাথের লাগল মাত্র ৮৯ টেস্ট।

এ ছাড়া টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় হেরাথ ছাড়িয়ে গেছেন গ্লেন ম্যাকগ্রাকে (১০৩)। ছুঁয়েছেন স্বদেশী মুত্তিয়া মুরালিধরনকে। চতুর্থ ইনিংসে দুজনের  উইকেট ১০৬টি। ওপরে আছেন শুধু শেন ওয়ার্ন (১৩৮ উইকেট)।

বাঁহাতি সফল বোলারদের শীর্ষ দশ: রঙ্গনা হেরাথ (৪১৫), ওয়াসিম আকরাম (৪১৪), ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২), চামিন্দা ভাস (৩৫৫), মিচেল জনসন (৩১৩), জহির খান (৩১১), ডেরেক আন্ডারউড (২৯৭), বিষেন সিং বেদি (২৬৬), স্যার গ্যারি সোবার্স (২৩৫), ট্রেন্ট বোল্ট (২০০)। 

প্রসঙ্গত, বাঁহাতি বোলারদের তালিকায় সাকিবের অবস্থান ১১ নম্বরে। ৫১ টেস্টে সাকিব পেয়েছেন ১১৮ উইকেট।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়