ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু বানাবেন যেভাবে

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু বানাবেন যেভাবে

মোখলেছুর রহমান : বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম বিনোদন এবং পারস্পরিক যোগাযোগের একটি বড় মাধ্যম। তবে এই সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি কোনো মজাই পাবেন না, যদি এই মাধ্যমগুলোতে আপনার যথেষ্ট বন্ধু না থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মূল উদ্দেশ্যই হলো, আমাদেরকে আমাদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত করা। ফেসবুকে আপডেট শেয়ার করা, ইনস্টাগ্রামে ফটো এবং ভিডিও পোস্ট করা, টুইটারে বিশ্বের কাছে নিজের মতামতকে তুলে ধরা বা স্ন্যাপচ্যাটে গল্প বলা– সবকিছুই আপনার কাছে দারুন মনে হবে যদি এই প্লাটফর্মগুলোতে আপনার যথেষ্ট বন্ধু থাকে।

আপনি যদি এই সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মগুলোতে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদেরকে নিজের প্রোফাইলে যোগ করতে ধাপে ধাপে নিচের নির্দেশিকাটি অনুসরণ করতে পারেন:

ফেসবুক
ধাপ ১: আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করে যেকোনো পেজের ওপরের দিকে অবস্থিত সার্চ বারটিতে ক্লিক করুন।
ধাপ ২: সার্চ বারে আপনার বন্ধুর নাম, ইমেইল বা মোবাইল নম্বর লিখুন এবং সার্চ আইকনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনি যদি এক্ষেত্রে আপনার বন্ধুটিকে খুঁজে না পান, তাহলে ‘পিপল’ অপশনটিতে ক্লিক করে পুনরায় খোঁজার চেষ্টা করুন।
ধাপ ৪: কাউকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠাতে, তাদের প্রোফাইল ছবির পাশে ‘অ্যাড ফ্রেন্ড’ অপশনটিতে ক্লিক করুন।

ইনস্টাগ্রাম

পদ্ধতি ১:  ফেসবুক বা আপনার কন্টাক্ট লিস্ট থেকে বন্ধু খোঁজা
ধাপ ১: আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যান এবং ‘তিন বিন্দু’ আইকন এ ক্লিক করুন।
ধাপ ২: ‘ফলো পিপল’ অপশনটিতে যান।
ধাপ ৩: আপনার ফেসবুকের বন্ধুদের তালিকা থেকে বা ফোনের কন্টাক্ট লিস্ট থেকে আপনার ইনস্টাগ্রামের বন্ধুদের খুঁজে পেতে ‘ফেসবুক ফ্রেন্ডস’ বা ‘কন্টাক্টস’ এ ক্লিক করুন।
ধাপ ৪: আপনি আপনার ইনস্টাগ্রাম ফিডে যাদের দেখতে চান এমন ব্যক্তিদের প্রোফাইলের পাশে ‘ফলো’ অপশনটিতে ক্লিক করুন।

পদ্ধতি ২: তালিকার বাইরের লোকদের খুঁজে পেতে
ধাপ ১: আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যান। হোম পেইজের নিচে অবস্থিত সার্চ আইকনে ক্লিক করুন। এটি করার সময়, একটি সার্চ বার পপ আপ আকারে আসবে।
ধাপ ২: আপনি যে ব্যক্তিকে অনুসরণ করতে চান তার নাম টাইপ করুন।
ধাপ ৩: যদি ব্যক্তিটির প্রোফাইল প্রদর্শিত না হয়, তাহলে ‘পিপল’ অপশনটিতে ক্লিক করে পুনরায় খোঁজার চেষ্টা করুন।

স্ন্যাপচ্যাট

পদ্ধতি ১:  ইউজারনেম এর মাধ্যমে
ধাপ ১: আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে প্রবেশ করুন।
ধাপ ২: স্ক্রিনের ওপরের দিকে থাকা ‘গোস্ট’ আইকনটি ট্যাপ করুন।
ধাপ ৩: ‘অ্যাড ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচন করুন।
ধাপ ৪: ‘অ্যাড বাই ইউজারনেম’ অপশনটিতে ক্লিক করুন।
ধাপ ৫: আপনি যে ব্যক্তিকে আপনার বন্ধু তালিকায় যোগ করতে চান তার ইউজারনেমটি লিখুন। তখন তার প্রোফাইলটি পপ আপ হিসেবে স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৬: এখন বন্ধু হিসাবে কাউকে যোগ করতে ‘+’ আইকনে ক্লিক করুন।

পদ্ধতি ২: কন্টাক্ট লিস্ট এর মাধ্যমে

ধাপ ১: আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে প্রবেশ করুন।
ধাপ ২: স্ক্রিনের ওপরের দিকে থাকা ‘গোস্ট’ আইকনটি ট্যাপ করুন।
ধাপ ৩: ‘অ্যাড ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচন করুন।
ধাপ ৪: ‘অ্যাড ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচন করার পর, ‘অ্যাড ফর কন্টাকস’ এ ক্লিক করুন।
ধাপ ৫: এটি আপনার কন্টাক্ট লিস্টের যারা স্ন্যাপচ্যাটে রয়েছে তাদের দেখাবে।
ধাপ ৬: এরপর নিচে স্ক্রোল করলে যাদেরকে আপনার বন্ধু তালিকায় যোগ করতে চান তাদের দেখতে পাবেন এবং ‘+’ আইকনে ক্লিক করে তাদেরকে বন্ধু হিসেবে যোগ করুন।

পদ্ধতি ৩: স্ন্যাপকোডের মাধ্যমে

ধাপ ১: যাকে আপনার বন্ধু তালিকায় যোগ করতে চান স্ন্যাপকোডের মাধ্যমে সে ব্যক্তিটির ছবিটি খুঁজে বের করুন।
ধাপ ২: গোস্ট আইকনটি চাপুন।
ধাপ ৩: ‘অ্যাড ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচন করুন
ধাপ ৪: ‘অ্যাড বাই স্ন্যাপকোড’ এ ক্লিক করুন
ধাপ ৫: আপনার ক্যামেরা রোল থেকে ছবিটি নির্বাচন করুন যা আপনার বন্ধুর স্ন্যাপকোডে রয়েছে। তখন ওই ব্যক্তিটি স্বয়ংক্রিয়ভাবেই আপনার বন্ধু হিসেবে স্ন্যাপচ্যাটে যোগ হয়ে যাবে।

টুইটার

ধাপ ১: আপনার টুইটার অ্যাকাউন্টে লগ-ইন করে যেকোনো পেজের ওপরের দিকে অবস্থিত সার্চ বারটিতে ক্লিক করুন।
ধাপ ২: আপনার বন্ধুর নাম বা ইউজার আইডিটি লিখুন এবং সার্চ আইকনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনি যদি এক্ষেত্রে আপনার বন্ধুটিকে খুঁজে না পান, তাহলে ‘পিপল’ অপশনটিতে ক্লিক করে পুনরায় খোঁজার চেষ্টা করুন।
ধাপ ৪: আপনার টুইটার ফিড এ তাদের থেকে আপডেটগুলো দেখতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রোফাইলের পাশে ক্লিক করুন।

তথ্যসূত্র : গ্যাজেটস নাউ




রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়