ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে চলছে উদ্যোক্তাদের হাট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে চলছে উদ্যোক্তাদের হাট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গ্রাম বাংলায় হাটের যাওয়ার অভিজ্ঞতা কম বেশি অনেকেরেই আছে। বড় কোনো বট গাছের নিচে বা নদীর পাড়ে সপ্তাহের যেকোনো দুই বা একদিন হাট বসে। সবাই সেখান থেকে প্রয়োজনীয় নিত্য উপকরণগুলো ক্রয় করে নেয়।

কিন্তু রাজধানী ঢাকা শহরে হাট! ভুল বলছি না। নাগরিক এই ঢাকা শহরে চলছে তিন দিনের উদ্যোক্তা হাট। তবে গ্রামের হাটের থেকে ভিন্নতা রয়েছে রাজধানীর ধানমন্ডিতে আয়োজন করা এই হাটের। ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে এ হাট। আজ হাটের শেষ দিন। ধানমন্ডির ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডব্লিউভিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।

শনিবার ছুটির দিন হওয়ার কারণে তৃতীয় দিনও জমে উঠেছে আইপে উদ্যোক্তা হাট। সকাল থেকেই দশনার্থীদের আসতে শুরু করেছে উদ্যোক্তা হাটে। কেউ এসেছেন উদ্যোক্তা হওয়ার নতুন আইডিয়া নিতে আবার কেউ এসেছেন পছন্দের পণ্যটি ক্রয় করতে। লালমাটিয়া থেকে মেলায় এসেছেন গৃহিণী সালমা খাতুন। ‘নিজের কিছু করা আগ্রহ ছিল অনেক আগে থেকেই। কিন্তু উদ্যোক্তা হওয়ার মতো কোনো বিষয় খুঁজে পাচ্ছিলাম না। আজকে মেলায় অনেক অনেক নতুন নতুন আইডিয়া পেলাম। আশা করি উদ্যোক্তা হাট আমাকে নতুন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে।’ জানান সালমা খাতুন। ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাবে পড়ুয়া আতিয়া সুলতানা ও অনিকা আক্তার। জানতে চাই মেলায় আসার কারণ। উত্তরে দুজনে একসঙ্গে বলেন উঠেন, ‘আগামী সপ্তাহে আমাদের প্রিয় শিক্ষকের জন্মদিন। প্রিয় শিক্ষককে নতুন কিছু উপহার দিতে চাই জন্মদিনে। সবচেয়ে আলাদা কিছু কেনার জন্যই উদ্যোক্তা হাটে আসা।’

 


মেলায় অংশগ্রহণকারী রঙিন শাড়ির উদ্যোক্তা ফারহানা পারভীন বলেন, ‘এটি বর্তমান ও ভবিষ্যত উদ্যোক্তাদের মিলনামেলাও বটে। এ হাটে যারা আসছেন তাদের কেউ আসছেন কিনতে কেউবা আসছেন তার আইডিয়া, সমস্যা ও সম্ভাবনা শেয়ার করতে। অনেককেই দেখেছি ভবিষ্যতে নিজে কিছু করার অনুপ্রেরণা নিয়ে ফিরতে, এ উদ্যোগের পৃষ্ঠপোষক হিসেবে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা আনন্দিত।’

মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অফার ঘোষণা করেছে। বিশেষ মূলছাড়ের পাশাপাশি আকর্ষণীয় অফার। এছাড়া উদ্যোক্তা হাটে ১০০ টাকার পণ্য ক্রয় করলে প্রতি ঘণ্টায় লটারি মাধ্যমে বিশেষ উপহার পাওয়া সুযোগও রয়েছে। উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ (www.facebook.com/groups/uddokta) এই হাটের আয়োজন।

গ্রুপটির পক্ষ থেকে প্রমি নাহিদ জানান, ‘আত্মকর্মসংস্থানে সকলকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য ২০১১ সালের ১৩ এপ্রিল ফেসবুকে কিছু তরুণ উদ্যোক্তার মাধ্যমে এই এই গ্রুপের আত্মপ্রকাশ। এই গ্রুপের ট্যাগ লাইন ছিল- পথে নামলেই কেবল পথ চেনা যায়। শুরুদিকে কেবল ফেসবুক গ্রুপে এর কার্যক্রম সীমাবদ্ধ ছিল এবং এর আওতা ছিল তথ্য ও অভিজ্ঞতা বিনিময়। বর্তমানে অনলাইন শেয়ারিং ও মেন্টরিং এর পাশাপাশি গ্রুপ থেকে সেমিনার, প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। এছাড়া প্রতি বাংলা বছরের শুরুতে বিগত বছরে পথে নেমে পড়া উদ্যোক্তাদের সংবর্ধনা দেওয়া হয়। চাকরি গ্রুপ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে উদ্যোক্তা হাট।’

 


প্রমি নাহিদ আরো জানান, ‘যে কেউ ইচ্ছে করলে এই উদ্যোগে শামিল হতে পারে। ফেসবুক গ্রুপে যোগদান করলেই এই উদ্যোগে সামিল হওয়া যায়।’

প্রথম দিন হাট উদ্বোধন করে মেলা ঘুরে দেখেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের ফোরজির নিলাম হয়েছে। এই নিলামের সফটওয়্যার বানিয়েছে আমাদের ছেলেমেয়েরা। আমি মুগ্ধ হয়েছি তাদের কাজ দেখে। সফটওয়্যার না থাকার কারণে এর আগে থ্রিজি নিলামের ম্যানুয়ালি কাজটি করতে হয়েছিল। ফোরজি নিলামের সফলতা প্রমাণ করে আমাদের তরুণরা সামনে দিকে এগিয়ে যাচ্ছে। যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, দেশ তত তাড়াতাড়ি এগিয়ে যাবে।’

বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ‘নিজেই নিজের স্বপ্ন পূরণের নামতে হলে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হওয়া ছাড়া আপনি কখনেই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না। নতুন উদ্যোক্তাদের শুরুতে সফল হতে হলে অল্প পুঁজি দিয়েই এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে শুরুতে ভালো কয়েকজন গ্রাহককে টার্গেট করে তাদের সন্তুষ্ট করে পরবর্তীতে আরো গ্রাহকের ব্যাপারে কাজ করতে হবে।’

 


রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়