ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিজের নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজের নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটির বেশি। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে প্রতিদিন ৬ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হয়।

নানা সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। কিন্তু আপনি কি এটা জানেন যে, নিজের নম্বর গোপন রেখেই চ্যাটিং করা সম্ভব হোয়াটসঅ্যাপে। আর এজন্য আপনাকে ইনস্টল করতে হবে একটি অ্যাপ। যা পাওয়া যাবে গুগল স্টোরেই। অ্যাপটির নাম ‘প্রিমো‌’।

প্রিমো অ্যাপ ব্যবহার করলে আপনি যার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবেন, তিনি আপনার নম্বরের পরিবর্তে দেখতে পাবেন যুক্তরাষ্ট্রের একটি ‌‘ভার্চুয়াল’‌ নম্বর।

এজন্য যা করতে হবে তা হচ্ছে, গুগল প্লে স্টোর থেকে ‘প্রিমো’ অ্যাপ ইনস্টল করে এই অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে নিজের ফোন নম্বর নিয়ে সাইনআপ করতে হবে। এরপর আপনার কাছে আসবে ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড। কোড দেওয়ার পর সম্পূর্ণ হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। এরপর ঢুকতে হবে  প্রিমো ইউএস ফোন নম্বরে। এখানে রয়েছে বিনামূল্যের ট্রায়াল ও প্রিমিয়াম। ট্রায়াল অপশন থেকে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোন নম্বর পাওয়া যাবে। এই নম্বর দিয়ে হোয়্যাটসঅ্যাপ করা যাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়