ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এলএলবি ভর্তির রিলিজ স্লিপের আবেদন রোববার শুরু

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এলএলবি ভর্তির রিলিজ স্লিপের আবেদন রোববার শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী রোববার বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত।

যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি এবং ভর্তি বাতিল করেছেন, সেসব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এ ছাড়া তৃতীয় পর্যায়ে নতুন আবেদনকারী প্রার্থীদেরও মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

এ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ()  থেকে জানা যাবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



রাইজিংবিডি/গাজীপুর/২২ ফেব্রুয়ারি ২০১৮/হাসমত আলী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়