ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেসিসের পেজ ভেরিফায়েড করল ফেসবুক

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেসিসের পেজ ভেরিফায়েড করল ফেসবুক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)- এর অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে বেসিসের ফেসবুক পেজের পাশে নীল টিক চিহ্ন দেখতে পাবেন ব্যবহারকারীরা।

১৮ মার্চ সকাল ১১টা ১০ মিনিটে বেসিসের গণসংযোগ শাখাকে অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার সংবাদ দেয় ফেসবুক।

ফেসবুক পেজ ভেরিফায়েড হওয়ার কারণে, বেসিসের নামে থাকা ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এখন থেকে ব্যবহারকারীরা বেসিসের ভেরিফায়েড পেজ থেকেই সব ধরনের নির্ভুল প্রয়োজনীয় তথ্য পাবেন, পাবেন বিশেষজ্ঞ পরামর্শও। ভেরিফায়েড হওয়ার কারণে বেসিসের অফিসিয়াল ফেসবুক আইডি নষ্ট বা হ্যাক হওয়ার সম্ভবনাও হ্রাস পেয়েছে।

বেসিসের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সভাপতি বলেন, বেসিসের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার কারণে এখন থেকে ব্যবহারকারীরা নিশ্চিন্তে বেসিস পেজ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার বেসিসের ফেসবুক পেজ ভেরিফায়েড হওয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত তথ্য প্রবাহও নিশ্চিত হলো। পেজ ভেরিফায়েড হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বেসিস কার্যনির্বাহী পরিষদ সদস্যরাও।

বেসিসের ফেসবুক পেজ :



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়