ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমুদ্রের কতটুকু আমরা দেখতে পাই?

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্রের কতটুকু আমরা দেখতে পাই?

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আমরা অনেক সময় ভুলে যাই যে, সমুদ্রের পানির তুলনায় এর তলদেশে আরো বিশাল একটা জগৎ রয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য যে, পৃথিবীর জীবন্ত স্থানের ৯৫ শতাংশই সমুদ্রের নিচে রয়েছে, যার বেশিরভাগই এখনো অনাবিষ্কৃত।

সমুদ্রের নিচের জগতের গভীরতা কি পরিমানের তা বোঝানোর জন্য এক্সকেসিডি ডটকম একটি ইলাস্ট্রেশন প্রকাশ করেছে। এখানে দেখা যাচ্ছে যে, সমুদ্রের নিচের বেশিরভাগ অংশেই সূর্যের আলো পৌঁছাতে পারে না। এমনকি সেখানে এমন কিছু রয়েছে যার সঙ্গে বিজ্ঞানীরাও পরিচিত নয়।

সমুদ্রের গভীরতম স্থানে পৌঁছানো এতোটা ব্যয়বহুল যে, খুব কম সংখ্যক মানুষই সেখানে যাওয়ার চেষ্টা করে। অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরুন ২০১২ সালে একটি ছোট সাবমেরিনে করে প্রশান্ত মহাসাগরের ৭ মাইল (১১ কিলোমিটার) নিচে মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত পৌঁছেছিলেন। তিনি বিশ্বের দ্বিতীয় ব্যক্তি যিনি পৃথিবীর এতো গভীরতম এলাকা পর্যন্ত গিয়েছিলেন।



সেখানে তিনি কোনো সামুদ্রিক দানব দেখতে পাননি, তবে তিনি এটিকে বিশ্বের বাইরের অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছিলেন। সমুদ্রের তলদেশে আবিষ্কারের অনেক কিছুই বাকি রয়ে গেছে।

তথ্যসূত্র : সায়েন্স অ্যালার্ট




রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়