ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জুভিদের হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে দিল নাপোলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুভিদের হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে দিল নাপোলি

ক্রীড়া ডেস্ক: ইতালিয়ান সিরি’আয় ৩৪ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্টাস।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভিদের গতকাল রাতে হারিয়ে লিগ শিরোপার লড়াই জমিয়ে তুলেছে নাপোলি। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে জুভেন্টাসের ঘাড়ে নিশ্বাস ফেলছে নাপোলি।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গতকাল রাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেয়েছে নাপোলি। ম্যাচের শেষ মুহূর্তে কোলিবালির একমাত্র গোলে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলা নাপোলি শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে নাপোলি। ১৬ মিনিটে মিরালেম পিয়ানিচের শট হোসে কায়েহনের গায়ে লেগে পোস্টে বাধা পায়। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ২৭ মিনিটের মধ্যে চার জন খেলোয়াড় দেখেন হলুদ কার্ড, যার তিন জন জুভেন্টাসের।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৮৯তম মিনিটে লরেন্সো ইনসিনিয়ের ক্রসে কায়েহন পা লাগাতে পারেননি। তারপরও জালে ঢুকতে যাওয়া বল শেষ মুহুর্তে কর্নারের বিনিময়ে ঠেকান জুভেন্টানের অভিজ্ঞ গোলরক্ষক বুফন। এরপর কায়েহনের নেওয়া কর্নারে অনেকটা লাফিয়ে নেওয়া দারুণ হেডে গোলটি করেন কোলিবালি। আর এ গোলের কারণে ১-০ গোলে হার নিয়ে নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়