ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বিক্ষোভ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের চাকরি আপগ্রেডেশনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা, ওভার টাইমের ক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছে কর্মচারীরা।

আজ সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কর্মচারী সমিতির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাসির উদ্দিন মল্লিক, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিক আহম্মেদ, কর্মচারী আবুল কলাম প্রমুখ।

এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন কর্মচারীদের আপগ্রেডেশনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা, ওভার টাইমের ক্ষেত্রে বৈষম্য, আপগ্রেডেশন নীতিমালা সাংশোধনে তালবাহানা, পরিতোষিকের ক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন অনিয়ময় করেছেন বলে অভিযোগ করেন। এ সব অনিয়ম বন্ধ ও দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন রাইজিংবিডিকে বলেন, আন্দোলনের বিষয়ে তার জানা নেই। কর্মচারীদের আজ দুপুর ১টার দিকে আলোচনার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা আসেনি।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৩ এপ্রিল ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়