ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিঙ্গাপুরের উদ্দেশে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরের উদ্দেশে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিতব্য ‘বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন’ শীর্ষক সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে রক্ষায় করণীয় বিষয়ে দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের নীতিনির্ধারকরা পর্যালোচনা করবেন।

সম্মেলনে তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী। অন্যরা হলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জলবায়ু সহিষ্ণু গ্রামীণ অবকাঠামো প্রকল্পের (সিআরআরআইপি) প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান। আগামী ১৯ মে দেশে ফেরার কথা রয়েছে এলজিআইরডি মন্ত্রীর।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়