ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি ফ্লাইট পরিচালনায় চুক্তি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি ফ্লাইট পরিচালনায় চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার মধ্যে সরাসরি  বিমান চলাচল করবে। এ নিয়ে সম্প্রতি উভয়দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী উভয়দেশের মনোনীত বিমান সংস্থাসমূহ সপ্তাহে ৭টি যাত্রী এবং ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

দুই দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচলের সুযোগ  সৃষ্টি হলো। একইসঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশি কার্গো এয়ারলাইন্সগুলো ইউরোপে সরাসরি কার্গো পরিবহনের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, ১৫ মে বিমানমন্ত্রী  এ কে এম শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল  অস্ট্রিয়া যান। ১৭ মে অস্ট্রিয়ার ভিয়েনায় উভয়দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। আর অস্ট্রিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির ফেডারেল  ট্রান্সপোর্ট, ইনোভেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্টার নরবার্ট হফার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ট্রিয়াসহ এর পার্শ্ববর্তী দেশ ইতালি, জার্মানি, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, হাঙ্গেরিতে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচল শুরু হলে অস্ট্রিয়াসহ পাশ্ববর্তী দেশসমূহে বসবাসরত বাংলাদেশিদের জন্য যাতায়াত সহজ হবে। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে এএসএ স্বাক্ষরিত দেশের সংখ্যা ৫৩ তে দাঁড়াল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির জানান, অস্ট্রিয়ার সঙ্গে এর আগে আকাশপথে বাংলাদেশের কোনো ধরনের চুক্তি ছিল না। এ কারণে দেশটির সঙ্গে এএসএ চুক্তিটি হবে একইবারে নতুন। দুই দেশের কয়েকটি এয়ারলাইন্স সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। প্রাথমিকভাবে চুক্তিতে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি বরাদ্দ করা হয়েছে, যা পরবর্তীতে চাহিদার ভিত্তিতে বাড়ানো যেতে পারে।

বিমানমন্ত্রীর নেতৃত্বে অস্ট্রিয়া সফরকারী বাংলাদেশের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় দেশে ফিরে আসেন। অস্ট্রিয়া সফর সফল জানিয়ে সে দেশের সঙ্গে বাংলাদেশে সরাসরি বিমান চলাচলের চুক্তি হয়েছে বলে জানান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা বিমানমন্ত্রী শাহজাহান কামাল।

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে অস্ট্রিয়ার মত দেশে সরাসরি ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ একধাপ এগিয়ে গেল।

১৬ মে ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের এরোনটিক্যাল অথরিটির মধ্যে একটি সমঝোতা স্বারক সই হয় বলেও জানান মন্ত্রী।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়