ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরির খোঁজ মিলবে অ্যাপে

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরির খোঁজ মিলবে অ্যাপে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির এই যুগে সব কিছুই এখন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় সব কিছুই মিলে অনলাইনে। আগে কাগজের পত্রিকার অপেক্ষায় থাকতে হতো চাকরির খোঁজখবর নেয়ার জন্য। এখন যুগ পাল্টে গেছে, মানুষ অনলাইনে সহজেই পাচ্ছে চাকরির সকল তথ্য। চাকরির জন্য সিভিও পাঠাতে পারছে অনলাইনে।

ওয়েবসাইটের পাশাপাশি এখন অ্যাপেও মিলে চাকরির খবর। জনপ্রিয় চাকরি খোঁজার প্রতিষ্ঠান জবরিমাইন্ড২৪ ডটকম। প্রতিষ্ঠানটি এতদিন তাদের সেবা ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে আসলেও, এবার অ্যাপের মাধ্যমেও সেবা চালু করেছে।

সম্প্রতি জবরিমাইন্ড২৪ নামে অ্যাপস উদ্বোধন করা হয়েছে। চাকরির সকল তথ্য পাওয়া যাবে অ্যাপসটিতে।

জবরিমাইন্ড২৪ ডটকমের প্রধান কর্ণধার সোহাগ জানান, সরকারি ও বেসরকারি সকল চাকরির তথ্য পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। সহজে ব্যবহার উপযোগী করেই অ্যাপসটি তৈরি করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে অনেকেই সঠিক চাকরির খোঁজ পায় না, চাকরির খোঁজ দিতেই আমরা বিশ্বমানের অ্যাপ নিয়ে হাজির হয়েছি। এই অ্যাপের মাধ্যমে মিলবে চাকরি সকল তথ্য। শুধু ঢাকার চাকরির খবর না, জেলা-উপজেলার চাকরির খবরও মিলবে এই অ্যাপে।

অ্যাপটি গুগল প্লে-স্টোর পাওয়া যাচ্ছে।

ডাউনলোড লিংক:



রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়