ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’। সম্প্রতি এ টিভি সিরিজের তৃতীয় মৌসুমের একটি পর্ব প্রচারের পর থেকে তোপের মুখে পড়েছেন এ অভিনেত্রী। অভিযোগ উঠেছে, এতে ভারতীয়দের জঙ্গি হিসেবে দেখানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন প্রিয়াঙ্কা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে, সম্প্রতি কোয়ান্টিকো’র একটি পর্ব কিছু মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এটি কখনোই আমার উদ্দেশ্য ছিল না এবং ভবিষ্যতেও হবে না। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত এবং এটি কখনোই পরিবর্তন হবে না।’

এর আগে এ বিষয়ে ক্ষমা চেয়েছে এবিসি চ্যালেন কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘পর্বটি অনেকের মনে নাড়া দিয়েছে, যারা অন্যায়ভাবে প্রিয়াঙ্কাকে দোষারোপ করেছেন। কিন্তু তিনি শোটি পরিচালনা, রচনা অথবা তৈরি করেননি।’

কোয়ান্টিকো টিভি সিরিজের আলোচিত এই পর্বে দেখানো হয়েছে, কয়েকজন ভারতীয় নিউইয়র্কের ম্যানহাটনে পরমাণু হামলা চালিয়ে, তারপর দোষ চাপানোর চেষ্টা করে পাকিস্তানের ঘাড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভক্তদের কাছে থেকে দেশি গার্লের তকমা পাওয়া প্রিয়াঙ্কা এভাবে দেশের অবমাননার প্রতিবাদ করলেন না কেন? দেশ থেকে এত ভালোবাসা, সম্মান পাওয়া সত্ত্বেও নিজের শোতে কীভাবে দেশের মানুষকে জঙ্গি হিসেবে দেখাতে পারলেন তিনি?



রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়