ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের বাজারে আসুসের ‘টাফ’ সিরিজের গেমিং ল্যাপটপ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের বাজারে আসুসের ‘টাফ’ সিরিজের গেমিং ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তাইয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো নতুন গেমিং সিরিজের ল্যাপটপ ‘আসুস টাফ এফএক্স৫০৪’।

ল্যাপটপটি আসুসের নতুন গেমিং সিরিজ ‘দ্য আল্টিমেট ফোর্স’ বা ‘টাফ’ এর প্রথম ল্যাপটপ। এফএক্স৫০৪ শুধু গেম খেলাই নয়, বিনোদন সহ অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিংয়ের মতো কাজ করার জন্য বিশেষ ভাবে তৈরি।

গেমিং এই ল্যাপটপটিতে আছে বিশেষভাবে তৈরি অ্যান্টি-ডাস্ট কুলিং সিস্টেম এবং হাইপার কুল টেকনোলজির সমন্বয়। তাই দীর্ঘ সময় ধরে গেম খেলা কিংবা কাজ করার পরেও ল্যাপটপের তাপমাত্রা অতিরিক্ত বাড়বে না। থার্মাল সিস্টেম দীর্ঘক্ষণ ঠাণ্ডা থাকায় ভিডিও এডিটিংয়ের মতো কাজেও ল্যাপটপের পারফরম্যান্স থাকবে স্থিতিশীল।

ল্যাপটপটির ১৫.৬ ইঞ্চির ৬০ হার্য ডিসপ্লেতে সিনেমা বা গেমসগুলো দেখাবে অনেক বেশি স্বচ্ছ ও প্রাণবন্ত। ল্যাপটপটিতে রয়েছে ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই-৫ প্রসেসর এবং ৮ জিবি ডিডিআর-৪ র‍্যাম। এর সঙ্গে থাকা এনভিডিয়া জিফোর্সের জিটিএক্স ১০ সিরিজের গ্রাফিক্স নিশ্চিত করবে চমৎকার গেমিং গ্রাফিক্স। ১ টেরাবাইট ৫৪০০ আরপিএমএর ফাইরকুডা সলিড-স্টেট হাইব্রিড ডিস্ক (এসএসএইচডি) অন্যান্য হার্ডডিস্কের তুলনায় প্রায় দ্বিগুণেরও অধিক দ্রুত এবং কম সময়ে গেম চালু করতে সক্ষম। এছাড়াও ল্যাপটপটি ২৫৬ গিগাবাইট এসএসডি সহ পাওয়া যাবে।

২.৫ সেন্টিমিটারের পাতলা চেসিসের এই ল্যাপটপের ওজন মাত্র ২.৩ কেজি। ল্যাপটপটিতে আরো থাকছে ডেস্কটপ স্টাইলের কিবোর্ড। এতে থাকছে ২ কোটি কি-প্রেস লাইফস্পান যা বাজারে প্রচলিত যেকোনো ল্যাপটপের চেয়ে প্রায় দ্বিগুণ। ডিটিএস হেডফোন ও ৭.১ চ্যানেল সারাউন্ড টেকনোলজি থাকায় এতে হেডফোন ও ল্যাপটপ স্পিকারসহ এক্সটারনাল স্পিকারেও পাওয়া যাবে হোম থিয়েটারের মতো সাউন্ড কোয়ালিটি। ১.৭ গিগাবাইট পার সেকেন্ড ডাটা ট্রান্সফার রেট নিয়ে বাজারে আসা এই এফএক্স৫০৪ ল্যাপটপে আছে নতুন ইন্টেল ৮০২.১১এ সি ওয়েভ ২ ওয়াই

টাফ সিরিজের এই গেমিং ল্যাপটপের মূল্য ৮১ হাজার টাকা থেকে শুরু। ঢাকা সহ সারা দেশের নিকটস্থ কম্পিউটার মার্কেটে এবং অনলাইনে পিকাবু ডটকম থেকে ল্যাপটপটি অর্ডার করা যাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়