ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন তিন আইফোন

স্বপ্নীল মাহফুজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন তিন আইফোন

প্রতীকী ছবি

স্বপ্নীল মাহফুজ : স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং গুগল পিক্সেল২ স্মার্টফোনকে টেক্কা দিতে চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপল আনছে নতুন তিনটি আইফোন।

গত বছরের শেষের দিকে বাজারে আসা আইফোনের আলোচিত মডেল আইফোন এক্স-এর অনুরূপ ডিজাইনের হতে পারে নতুন আইফোনগুলো। তবে আকৃতি এবং স্ক্রিন প্রযুক্তিতে ভিন্নতা থাকবে। গত বছরের মতো এ বছরের আইফোনের নতুন মডেলগুলোতেও হোম বাটন থাকছে না, এর পরিবর্তে ফেস আইডি থাকছে।

আসন্ন নতুন আইফোন ৫.৮ ইঞ্চি, ৬.১ ইঞ্চি এবং ৬.৫ ইঞ্চি- এই তিন ধরনের স্ক্রিন সাইজে বাজারে পাওয়া যাবে। গুঞ্জন শোনা যাচ্ছে, সবচেয়ে ছোট স্ক্রিনের নতুন আইফোনটি ‘আইফোন ৯’ নামে অভিহিত হতে পারে এবং এটি উন্নত ওএলইডি ডিসপ্লে প্রযুক্তির পরিবর্তে এলসিডি ডিসপ্লের হবে। ৬.১ ইঞ্চি স্ক্রিনের আইফোনটির নাম হতে পারে ‘আইফোন এক্স ওয়ান’।

৬.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোনটির নাম হতে পারে ‘আইফোন এক্স প্লাস’। আইফোনের ইতিহাসে এটিই সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন হতে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক জাপানি নিউজ পোর্টাল মেকোটাকারা এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোনের নতুন মডেলেগুলোতে থাকছে না লাইটিং পোর্ট। এর পরিবর্তে আইফোনে এবার ইউএসবি সি পোর্ট যুক্ত করছে অ্যাপল।

সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আইফোনের নতুন মডেলগুলো উন্মোচন করবে অ্যাপল। আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ, ম্যাকবুক এয়ার এবং আইপ্যাডের নতুন মডেলও উন্মোচন করবে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র : মিরর



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়