ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রেতারা পশু দেখছেন, কিনছেন কম

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রেতারা পশু দেখছেন, কিনছেন কম

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য পশু কিনতে হবে, তাই রাজধানীর বিভিন্ন পশুর হাটে আসছেন ক্রেতারা। কিন্তু রোববারও তেমন একটা বিক্রি শুরু হয়নি। ক্রেতারা আসছেন, পশু দেখছেন, দামও করছেন কিন্তু খুব একটা কিনছেন না।

ক্রেতারা বলছেন, এবছর পশুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন, ক্রেতারা কেনা দামও বলছেন না। শুধু দাম জিজ্ঞাসা করছেন। সন্ধ্যার পর হয়তো বিক্রি বাড়বে।

 



রোববার রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজ সংলগ্ন) পশুর হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।

মুন্সিগঞ্জ থেকে ৪০টি গরু নিয়ে এসেছেন বেপারি সোহাগ হাওলাদার। তিনি বলেন, ‘আগেভাগে গত শুক্রবার গরু নিয়ে বাজারে এসেছি। চারটি গরু বিক্রি করেছি। বাকিগুলো দেখভাল করছি। মনে হচ্ছে সন্ধ্যা থেকে বিক্রি শুরু হবে।’

পশু কিনতে হাটে এসেছেন বংশাল পুকুরপাড় এলাকার বাসিন্দা হাজী রফিক। তিনি বলেন, ‘বিগত বছরগুলোর চেয়ে এবার দাম বেশি চাইছেন বিক্রেতারা। বাজেটের সঙ্গে মিললে আজই কিনে নেব। না মিললে কাল আসবো। কাল থেকে দাম কমবে বলে আশা করা যায়।’

 



মাদারীপুরের শিবচর থেকে ২৯টি গরু নিয়ে এসেছেন এহসানুল হক। তিনি বলেন, ‘৩০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে। ক্রেতারা মাঝারি দামের গরু বেশি দেখছেন। আর বেশি দামের গরু দেখছেন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। অধিকাংশ ক্রেতা শুধু দেখছেন, কিনছেন খুব কম। আশা করি সন্ধ্যার পর বিক্রি শুরু হবে।’  

হাটের ইজারাদার এস আই ফারিয়াদ বলেন, ‘নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জাল টাকা সনাক্তের মেশিন বসানো হয়েছে। এছাড়া পশুর প্রাথমিক চিকিৎসার জন্য নিজেদের উদ্যোগে পশু চিকিৎসক নিয়ে আসা হয়েছে। এই প্রাথমিক চিকিৎসার ব্যয় হাট কর্তৃপক্ষ বহন করছে।’

পড়ুন :

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়