ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মামলাজট নিরসনে তিন দফা দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মামলাজট নিরসনে তিন দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা পালন ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

দাবি তিনটি হলো- ১. প্রশিক্ষিত মেডিয়েটরদের মধ্যে থেকে দেশের উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগ।

২. সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রচলিত রুলস সংশোধন করে উভয় বিভাগে মেডিয়েশন সেন্টার রাখার বিষয় সংযোজন করা।

৩. দেশের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক স্তরের সিলেবাসে মেডিয়েশন সম্পর্কিত বিষয় অন্তভূক্ত করা।

কার্য নির্বাহী কমিটির সভায় বলা হয়,পাশ্ববর্তী রাষ্ট্র ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মেডিয়েটরদের মধ্যে থেকে বিচারক নিয়োগ ও বিচার ব্যবস্থায় মেডিয়েশন-আরবিট্রেশন প্রয়োগ করে তারা এর সুফল পাচ্ছেন। কারণ একজন ভাল মেডিয়েটর একজন ভাল বিচারক হতে পারেন এবং মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস পাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মন্ডল, মুখপাত্র অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট আফসানা বেগম উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/মেহেদী/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়