ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই : সাকিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই : সাকিব

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দশ ম্যাচের দশটি জিতেছে বাংলাদেশ। সীমিত পরিসরে অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যবধান স্পষ্ট করেছে।

প্রতিপক্ষের মাটিতে বারবার নাস্তানাবুদ হয়েছে জিম্বাবুয়ে। অথচ একটা সময়ে জিম্বাবুয়ে বলে-কয়ে হারিয়ে দিত বাংলাদেশকে। আর এখন বাংলাদেশ ম্যাচের পর ম্যাচ হারাচ্ছে জিম্বাবুয়েকে। অতীত স্মৃতি মনে করে চড়া হাসি দিলেন সাকিব আল হাসান। নিজ মুখে বললেন,‘আমার যখন অভিষেক হয়েছিল তখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে হারতাম। আর এখন ওদের হারাই।’

পরিসংখ্যান কিংবা মাঠের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের থেকে যোজন যোজন পিছিয়ে জিম্বাবুয়ে। তবুও তাদেরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাকিবের মতে, জিম্বাবুয়ে দলে একাধিক ম্যাচ জেতানো তারকা খেলোয়াড় রয়েছে যারা যেকোনো সময়ে ম্যাচ জেতাতে সক্ষম।

সাকিব বলেছেন, ‘আমি এখনও মনে করি ওদেরকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই। কারণ, এ দলের সামর্থ্য আছে আমাদের হারানোর। আমরা যদি ভুল করি সেটা ওরা কাজে লাগিয়ে ম্যাচ জিতে যেতে পারে। দলের কেউই ওদেরকে হালকা করে নিচ্ছে না, নিবেও না।’



জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাকিব। তার মতে ভুল যত কম করা যাবে তত ভালো। দাপটের সঙ্গে জেতার মজা আলাদা। সেই ধারা ধরে রাখার পরামর্শ বিশ্বসেরা অলরাউন্ডারের। এজন্য সিনিয়র-জুনিয়র সবাইকে দায়িত্ব নেওয়ার কথা জানালেন তিনি, ‘যারা দলে আছে তারা সবাই খেলার জন্য সামর্থ্যবান। তা না হলে কেউ থাকতো না। এখানে সিনিয়রের কম দায়িত্ব, জুনিয়রের কম দায়িত্ব, এরকম কোনো বিষয় নেই। সবার একটাই দায়িত্ব কিভাবে দলের হয়ে ম্যাচটা জেতাতে পারবে। সেই চেষ্টা সবাই করবে।’

আঙুলের চোটে জিম্বাবুয়ে বিপক্ষে খেলা হচ্ছে না তার। কবে ফিরবেন সেটাও অজানা। সুস্থ হয়ে মাঠে ফিরতে পূর্নবাসন প্রক্রিয়ায় আছেন এ বাঁহাতি। আঙুলের অবস্থা নিয়ে সাকিব বলেছেন, ‘ব্লাড টেস্ট করানো হয়েছে। ওটা প্রতি সপ্তাহে করালে বোঝা যাবে যে কি অবস্থা। তবে এখন পর্যন্ত সব কিছু ইতিবাচক। দ্রুত উন্নতি হচ্ছে। সব কিছু ভালোর দিকে আছে। আমার মনে হয় দল খুবই ভালো করবে। সুস্থ হলে খেলব। এখন সেটার জন্য যতটুকু সময় লাগে ততটুকু নিতে হবে। এখানে জোরাজুরির কোনো সুযোগ নেই। আবার বসে থাকারও সুযোগ নেই। যখন সুস্থ হবো ততদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি এক-দেড় মাস যায় তাহলে বোঝা যাবে যে কি অবস্থা। তবে আগের থেকে ভালো অবস্থা।’

শনিবার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে জুটি বেঁধেছেন সাকিব। দুই বছরের জন্য হোটেলটির দূত হিসেবে থাকবেন সাকিব। বেস্ট হোল্ডিং লিমিটেডের (লা মেরিডিয়ান ঢাকার মালিকানা প্রতিষ্ঠান) চেয়ারম্যান হাসান আহমাদ সজীবন জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে লা মেরিডিয়ান আরও দুটি হোটেল চালু করবে। দুটি হোটেলের একটি হবে ময়মনসিংহ বিভাগে।




রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়