ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা শনিবার শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা শনিবার শুরু

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা-২০১৮’। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানের ৯টি মহিলা কলেজ দল (অনূর্ধ্ব-২০) এই প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। প্রতিযোগিতা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক পারভিন নাহার পুতুল ও সদস্য সিরাজুল ইসলাম, দীন ইসলাম এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।

সংবাদ সম্মেলনে জানানো হয় পল্টন ময়দান মাঠে শুরু হতে যাওয়া ওয়ালটন তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতায় ৯টি কলেজ দল (অনূর্ধ্ব-২০) অংশ নিবে। দলগুলো হল- ঢাকা ইমপিরিয়াল কলেজ , সেন্ট্রাল উইমেন্স কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা কমার্স কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, আলী আহম্মদ স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল এবং আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ।

 



অংশ নেওয়া ৯টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ও তিন গ্রুপের রানার্স-আপদের মধ্যে সেরা (বেস্ট রানার্স-আপ) দলটি সেমিফাইনালে উত্তীর্ণ হবে। সেখান থেকে দুটি দল উঠবে ফাইনালে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ, তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে ট্রফি দেওয়া হবে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফির পাশাপাশি মেডেলও দেওয়া হবে। এ ছাড়া তাদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কেও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দলকে ৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হবে। প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকদিনের। এর আগেও আমরা রাগবির বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতাটি নিয়মিত করছি। আগের দুটি আসর আমরা আমাদের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর ব্যানারে করেছি। এবার ওয়ালটনের ব্যানারে হচ্ছে। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে ভালো কিছু মহিলা রাগবি খেলোয়াড় উঠে আসবে। যারা আমাদের জাতীয় মহিলা রাগবি দলকে সমৃদ্ধ করবে। অন্যান্য প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে। এ ছাড়া প্রত্যেক দলকে জার্সি দেওয়া হবে। আমি এই প্রতিযোগিতার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’

 



ওয়ালট গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘ওয়ালটন গ্রুপ সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করে। সে জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর আগের দুটি আসরের সঙ্গেও তারা ছিল। ওয়ালটন গ্রুপ ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে ছোট ছোট ফেডারেশন ও সংস্থার পাশেও দাঁড়াচ্ছে। খেলাধুলাকে এগিয়ে নিচ্ছে। আন্তঃকলেজ মহিলা রাগবির আগের দুই আসরের সঙ্গে তারা ছিল। এবারও তারা আছে।এছাড়া তারা বিজয় দিবস রাগবি, স্বাধীনতা দিবস রাগবি ও অন্যান্য প্রতিযোগিতায়ও পৃষ্ঠপোষকতা করে থাকে।তারা শুধু রাগবি নয়, সব ফেডারেশনের সঙ্গেই যুক্ত হচ্ছে। তাদের জন্য সব সময় শুভকামনা জানাই আমরা।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। প্রতিযোগিতার রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়