ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেশের বাজারে হুয়াওয়ে মেট ২০ প্রো

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের বাজারে হুয়াওয়ে মেট ২০ প্রো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তির ফ্লাগশিপ স্মার্টফোন মেট ২০ প্রো। এর আগে গত ১৮-২৫ নভেম্বর পর্যন্ত, বছরের আলোচিত এ ফোনটির প্রি-বুকিং চলে। এখন থেকে দেশব্যাপী হুয়াওয়ের নির্ধারিত ব্যান্ডশপগুলো থেকে কেনা যাবে এই স্মার্টফোনটি। হ্যান্ডসেটটির দাম পড়বে ৮৯,৯৯০ টাকা।

গত ১৬ অক্টোবর লন্ডনে ও ২৬ অক্টোবর চীনের সাংহাইয়ে বেশ জমকালো অনুষ্ঠানে উন্মোচিত হয় মেট সিরিজের নতুন ফোন মেট ২০ প্রো। ফোনটির বিশেষত্ব হচ্ছে, এটি নিজস্ব প্রসেসর কিরিন ৯৮০ চিপসেট এ তৈরি। আর প্রসেসরটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে। মেট ২০ প্রো ফোনে থাকছে ৪২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আছে অত্যাধুনিক লাইকা ট্রিপল লেন্স ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং অন্যটি ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা।

বংলাদেশে মেট ২০ প্রো নিয়ে আসা উপলক্ষে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘আমরা বাংলাদেশের বাজারে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। কিন্তু সীমিত স্টকের কারণে প্রি-বুকিংয়ে অনেক গ্রাহকের কাছে ফোনটি পৌঁছে দিতে পারিনি। এখন সবার চাহিদা পূরণে ফোনটি সবখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মেট ২০ প্রো ব্যবহারে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা পাওয়া যাবে।’

আনটুটু’র বেঞ্চমার্কের রেটিংয়ে বিশ্বের শীর্ষ দশটি ফোনের মধ্যে জায়গা করে নিয়েছে ফোনটি। জানা যায়, সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। এছাড়া এই ফোনটি দিয়ে মাত্র আড়াই সেন্টিমিটার দূরত্বেও স্বচ্ছ ছবি তোলা যাবে। এ ডিভাইসের ক্যামেরা শুধু ছবি তোলার জন্যই নয়, বিভিন্ন তথ্য দিয়েও সহযোগিতা করবে।

দ্রুত চার্জের সুবিধা ছাড়াও তারবিহীন সুপার রিচার্জের সুবিধা রয়েছে। রিভার্স রিচার্জিং সিস্টেমের মাধ্যমে চার্জ ফুরিয়ে গেলে অন্য আরেকটি মেট ২০ প্রো হ্যান্ডসেটের পাশে ধরেই রিচার্জ করা যাবে। এছাড়া মেট ২০ প্রো থেকে অন্য ফ্লাগশিপ ফোনকেও রিচার্জ করা যাবে। এ স্মার্টফোনে অ্যাপ লক প্রযুক্তি রয়েছে যাতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেইসের সাহায্যে খোলা যায়।




রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়