ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে ৮৫০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে ৮৫০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে ৮৫০ কেজি পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার হাসান আরাফাতের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে দুই জন ব্যবসায়ীর কাছ থেকে ৮৫০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করেছে।

পলিথিন ব্যবসায়ীরা হলেন, ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে নজরুল ইসলাম ও সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আবু কায়ুমের ছেলে মো. রাজীব।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, র‌্যাবের সদস্যরা পার্ক বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই জন ব্যবসায়ীর কাছ থেকে ৮৫০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে। পরে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন  মাসের কারাদণ্ড দেওয়া হয়। উভয় আসামি জরিমানা দিয়ে মুক্ত হন।

পরে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১০ জানুয়ারি ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়