ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরে হামলায় ২ ভিক্ষু নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরে হামলায় ২ ভিক্ষু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই ভিক্ষু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। শুক্রবার রাতে নারাথিওয়াত প্রদেশের রাত্তানুপাপ মন্দিরে এ হামলার ঘটনা ঘটেছে বলে থাই পুলিশ জানিয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণের এই অঞ্চলটি মুসলিম অধ্যুষিত। সরকারের কড়া নজরদারিতে থাকা এই অঞ্চলে গত তিন বছরের মধ্যে এই প্রথম এ ধরণের হামলার ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, হামলায় এক মঠাধ্যক্ষ  সহকারি মঠাধ্যক্ষ নিহত হয়েছে। অন্তত ছয় হামলাকারী সরকারি নিরাপত্তা বাহিনীর পোশাক পরে এই হামলা চালিয়েছে।

প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা ও ধর্মীয় নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং কর্মকর্তাদের দ্রুত এই ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’

থাই মুসলিম নেতারাও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। থাই মুসলিমদের শীর্ষ ধর্মীয় নেতা শায়খুল ইসলামের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণের সীমান্তবর্তী প্রদেশগুলোতে যারা সহিংসতা চালাচ্ছেন তাদের সবাইকে নিরাপরাধ ও ধর্মীয় নেতাদের হত্যা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়