ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন গ্রুপ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন গ্রুপ

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৮’। এই প্রতিযোগিতা গেল বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যায়। এবারের এই ঘরোয়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে বড় আসরে ৬৪টি জেলা, ৮টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, সকল বাহিনী, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোড ও বিকেএসপির প্রায় ৬০০ অ্যাথলেট (নারী ও পুরুষ) অংশ নিচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রকিব (মন্টু) বলেন, ‘আমরা নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সবকিছু সঠিক সময়ে করার চেষ্টা করছি। জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সেটা করতে পারিনি। তবে এই মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের এই আসরে টাইটেল স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। কয়েকটি কো-স্পন্সরও থাকবে। ওয়ালটন গ্রুপ এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও তারা অ্যাথলেটিকসের পাশে ছিল। এবারের এই জাতীয় প্রতিযোগিতায় ৬৪টি জেলা, ৮টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, সকল বাহিনী, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও বিকেএসপির পুরুষ ও নারী মিলিয়ে প্রায় ৬০০ অ্যাথলেট অংশ নিতে যাচ্ছে। এটা শেষে চলতি বছরের জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সঙ্গে আমাদের সম্পর্ক পুরনো। অ্যাথলেটিকস হল অন্যতম জনপ্রিয় খেলা। অ্যাথলেটিকসকে মাদার অব অল গেমস বলা হয়। জাতীয় অ্যাথলেটিকস অনেক বড় প্রতিযোগিতা। যেখানে সারাদেশের প্রতিভাবান অ্যাথলেটরা অংশ নেয় বিভিন্ন ইভেন্টে। এই প্রতিযোগিতার মাধ্যমে দারুণ দারুণ কিছু অ্যাথলেট উঠে আসে। যারা এক সময় দেশ ও দেশের বাইরে আলো ছড়ায়। সে কারণেই এই প্রতিযোগিতার সঙ্গে আমরা ওয়ালটন পরিবার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছি। আশা করব জমজমাট একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

এবারের এই আসরে পুরুষ ও নারী দুটি গ্রুপে ৩৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষরা ২২টি ও নারীরা ১৪টি ইভেন্টে খেলবেন। প্রতিযোগিতার সেরা আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়