ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শুরু হচ্ছে তিন দিনব্যাপী উদ্যোক্তা হাট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে তিন দিনব্যাপী উদ্যোক্তা হাট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আগামী ২২-২৪ ফেব্রুয়ারি তিনব্যাপী ঢাকায় ষষ্ঠ বারের মতো বসছে ‘আইপে ফাল্গুনী উদ্যোক্তা হাট ২০১৯।’ আত্মকর্মসংস্থানে তরুণদের অনুপ্রাণিত করার ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের উদ্যোগে ধানমন্ডির ২৭ নম্বর রোডে অবস্থিত ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) ভবনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ হাট চলবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ফেসবুকভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের একটি নিয়মিত আয়োজন উদ্যোক্তা হাট।

এবারের হাটে প্রায় ৪৫ জন উদ্যোক্তা পোশাক, খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, ইনটেরিয়র সামগ্রী, আইটি সেবা প্রদর্শন ও বিক্রি করবে। উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মানি প্ল্যাটফর্ম আইপে বাংলাদেশ।

উদ্যোক্তা হাটে অংশ নেবে টেকস্ট্রিম সল্যুশনস, টোটাল অনলাইন সল্যুশন, কুক্যান্টস লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, রেজিস্ট্রো, কড়ি ডটকম, শাবাব লেদার, জেটগো, কাশফিয়া বুটিক, অঙ্গ ঢং, ফ্রুইজার বাংলাদেশ, আফরিনা’স কালেকশন, জামিলা, ক্লাউড বেনজ লিমিটেড, ব্রেওন্না, ফুডহাট, প্রিয়বাজার, ইজিয়ার, অদ্ভুত দ্য শপিং উন্ডার, নায়রী, অচিন, রেনে বাংলাদেশ, সুহায়রা, সফট টেক ইনোভেশন লিমিটেড, সাববাক্স, এমএন্ডবি ইন্টারন্যাশনাল, স্টাইজিন, প্রাইম আইটি লিমিটেড, রঙিনমেলা, ব্র্যান্ড কিডজ, লেজিফগ ডটকম, লিরিক হ্যান্ডিক্রাফটস, হোস্টমাইট, পেপারটুপার্ল বিডি, ডাবটেইল, ওকার, ডায়না হোস্ট লিমিটেড, এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কম ইঞ্জিন, গার্নার্স স্টেশনারি এবং বক্স অব অর্নামেন্টস।

এ আয়োজন উপলক্ষে আজ সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, আইপে বাংলাদেশের হেড অব বিজনেস আবুল খায়ের চৌধুরী এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব উইমেন এন্ট্রারপ্রেনার অ্যান্ড বিজনেস ইন্টিলিজেন্স ম্যানেজার খাদিজা মরিয়ম।




রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়