ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অত্যাধুনিক উদ্ভাবনসমূহ প্রদর্শন করবে অপো

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অত্যাধুনিক উদ্ভাবনসমূহ প্রদর্শন করবে অপো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো, আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৯-এ উদ্ভাবনী মোবাইল ও ফিচার প্রদর্শন করতে যাচ্ছে। স্পেনের বার্সেলোনা শহরে এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২৫-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অপো। এই অনুষ্ঠানে অপো তাদের লেটেস্ট উদ্ভাবনসমূহ যেমন- ১০এক্স লসলেস জুম প্রযুক্তি এবং প্রথম ৫জি স্মার্টফোনের ঘোষণা দেবে। এছাড়াও অপো আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, গবেষণা ও উন্নয়নের প্রসার বিষয়ে কথা বলবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মাধ্যমে অপোর উদ্ভাবনীয় প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন এবং ফিচারসমূহ বাজারে আসবে।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘গ্রাহকদের জীবনযাত্রাকে আরো সহজ করতে অপো সমসময় উদ্ভাবনসমূহ নিয়ে আসে। এমডব্লিউসি-তে নতুন উদ্ভাবনসমূহ প্রদর্শন করতে পারার বিষয়টি আমাদের জন্য গর্বের। আমাদের উদ্ভাবনসমূহের যথাযোগ্য স্বীকৃতির জন্য এটি সেরা একটি প্ল্যাটফর্ম।’



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়