ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৬ মার্চ সারাদেশে একযোগে জাতীয় সংগীত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৬ মার্চ সারাদেশে একযোগে জাতীয় সংগীত

সচিবালয় প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।  এ সময় সারাদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশিত হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

এছাড়া ১০ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২০১৯ -এর বিজয়ী দলগুলোকে পুরস্কার প্রদান করা হবে।

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, বিদেশস্থ বাংলাদেশ মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্ভব হলে বাংলাদেশের সাথে একই সময়ে এবং অন্যান্যরা একই দিনে সুবিধাজনক সময়ে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করবে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/হাসান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়