ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেনাপোলে পণ্যবোঝাই ট্রাক আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোলে পণ্যবোঝাই ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল স্থল বন্দরে চোরাচালানের মাধ্যমে আনীত পণ্য বোঝাই ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস হাউস।

চোরাচালানের উদ্দেশ্যে সম্প্রতি মিথ্যা ঘোষণায় জিলেট ব্র্যান্ডের সেভিং ফোম জাতীয় প্রায় ৫০ লাখ টাকার পণ্যেবোঝাই ভারতীয় ট্রাকটি কোনো ধরনের এন্ট্রি ছাড়াই সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিল বলে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানিয়েছেন।

 



এ বিষয়ে এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বুধবার রাইজিংবিডকে বলেন, গত ১৩ মার্চ ভারতীয় ট্রাকটি বাংলাদেশে প্রবেশের পর থেকেই নজরে রাখে কাস্টমসের ইনভেস্টিগেশন রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) টিম। ট্রাকটি ৯ নং শেডে কিছু পণ্য খালাস করে বাকি পণ্য নিয়ে স্থল বন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করে। ট্রাকে রক্ষিত অবশিষ্ট পণ্যের কোনো কাগজপত্র নেই। পরবর্তীতে ড্রাইভার পরিস্থিতি টের পেয়ে ট্রাকটি ১নং শেডের সামনে রেখে পালিয়ে যায়। আটককৃত পণ্যসহ ভারতীয় ট্রাকটি ইনভেন্ট্রি করে  মিথ্যা ঘোষণায় আনীত ৬৫১ কার্টুনে মোট সাত হাজার ৮১২টি জিলেট সেভিং ফোমের বোতল পাওয়া যায়। পণ্য চালানের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

কাস্টমস হাউস মনে করে দুর্বৃত্তদের এ কৌশল সফল হলে এভাবে নো-এন্ট্রির চালান ঢোকানোর ধারাবাহিক চেষ্টা করত। পণ্য চালানটি কাস্টমস আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভারতীয় ট্রাকটিও বাজেয়াপ্তির প্রক্রিয়া চলছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়