ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত

রাইজিংবিডি ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার বিঘ্নিত হয়েছে।

রোববার বিকেল ৪টার কিছু পর থেকে বাংলাদেশে এ তিনটি সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন।

দ্য ভার্জ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঢুকতে পারলেও কনটেন্ট লোড হতে সমস্যা হচ্ছে। আজ সকাল থেকেই এ সমস্যা দেখা দিতে শুরু করে। অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করছেন।

ফেসবুকের নেটওয়ার্কজনিত সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বড় একটি অংশ। এশিয়ার কিছু অংশেও এ সমস্যা হচ্ছে। তবে ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।





রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়