ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কার্তিক-শঙ্কর, নেই পন্ত-রাইডু

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কার্তিক-শঙ্কর, নেই পন্ত-রাইডু

ক্রীড়া ডেস্ক : ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত উইকেটকিপার হিসেবে দিনেশ কার্তিক নাকি ঋষভ পন্ত থাকবেন, এ নিয়ে চলছিল বিস্তর আলোচনা। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে মূল্য দিয়েছেন ভারতের নির্বাচকরা। কার্তিককে রেখেই ইংল্যান্ড বিশ্বকাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তরুণ পন্তের তাই বিশ্বকাপ দলে জায়গা হয়নি। দলে জায়গা পাননি মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু এবং অজিঙ্কা রাহানেও।

দলে অলরাউন্ডার তিনজন- দুই পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও বিজয় শঙ্করের সঙ্গে রয়েছেন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তৃতীয় ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল।

পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামির সঙ্গী জাসপ্রিত বুমরাহ। অনুমিতভাবে দলে জায়গা পেয়েছেন দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। আর দলের অধিনায়ক যথারীতি বিরাট কোহলি।

পন্তের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘অবশ্যই এই জায়গাটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। মাহি (মহেন্দ্র সিং ধোনি) চোট পেলেই কেবল পন্ত অথবা ডিকে (কার্তিক) খেলবে। বিশ্বকাপের মতো জায়গায় উইকেটকিপিংটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা দিনেশ কার্তিককে বেছে নিয়েছি।’

বিশ্বকাপে চার নম্বরে কে ব্যাটিং করবেন, এ নিয়েও ছিল অনেক জল্পনা। প্রধান নির্বাচক জানালেন, চার নম্বরে তারা শঙ্করকে ভাবছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমরা চার নম্বরে বেশ কয়েকজনকে খেলিয়েছি। রাইডুকে বেশ কিছু সুযোগ দিয়েছি আমরা। তবে বহুমাত্রিক হওয়ার কারণে বিজয়কেই বেছে নিয়েছি। ওকে আমরা চারে খেলাব বলে ভাবছি।’

আগামী ৪ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।




রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়