ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশে প্রথমবারের মতো মিথানল ফুয়েল সেল

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে প্রথমবারের মতো মিথানল ফুয়েল সেল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : টেলিকমিউনিকেশন অবকাঠামো সার্ভিস কোম্পানি ইডটকো গ্রুপ ও জাস এনার্জি সার্ভিসেস (জেডইএস) আজ বাংলাদেশে প্রথমবারের মতো মিথানল নির্ভর ফুয়েল সেল নিয়ে আসার ঘোষণা দিল।

লিকুইড মিথানল ফুয়েল সেল সবুজ জ্বালানি ব্যবহার করে এবং আরো দক্ষতার সঙ্গে পরিচালিত হয়ে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ হ্রাস করবে। এছাড়াও এই সমাধান ডিজেল জেনারেটরের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে সাইট- এ নির্ভরযোগ্য শক্তি হিসেবে কাজ করে।

জাস টেলিকম (জেডইএস) বাংলাদেশের প্রথম কোম্পানি যেটি মিথানল ফুয়েল সেল ভিত্তিক পাওয়ার সিস্টেমগুলো বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করল। এই সিস্টেমগুলো ৬ মাসের ট্রায়ালের জন্য ইডটকো বাংলাদেশের সাইটগুলোতে অংশীদারিত্বে স্থাপন করা হয়েছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরি বলেন, ‘বাংলাদেশে বিশেষভাবে গ্রীষ্মে লোড শেডিং বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) পরিসেবাটিকে প্রভাবিত করে। ডিজেল জেনারেটর কার্বন নির্গমন এবং শব্দ দূষণ তৈরি করে। ইডটকো তার ক্রমাগত উদ্ভাবন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে কম কার্বন নির্গমন নিশ্চিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই প্রতিশ্রুতি আমাদের উন্নত সেবা মান নিশ্চিত করে, একই সঙ্গে পরিবেশগত নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে।’

জাসের সিইও তৌফিক মালেক বলেন, ‘মিশন এবং ডাটা ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন ডিভাইসগুলো যেমন সার্ভেলেন্স সিস্টেম, সেন্সর, ডিটেক্টর, পাম্প, কম্প্রেসার, যোগাযোগ ও টেলিকম, সিগন্যালিং এবং আরো অনেক কিছুর জন্য যোগ্যতাসম্পন্ন সংস্থা এবং উদ্যোগসমূহে হাইড্রোজেন ফুয়েল সেল সরবরাহ করা হয়।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত ২২০ওয়াট, ৩কিলোওয়াট, ৫কিলোওয়াট এবং ১০কিলোওয়াট ‘আউটডোর রেডি’ ফুয়েল সেল প্রদান করি। এই সিস্টেমসমূহ শব্দহীন, পরিবেশবান্ধব, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং নির্গমন এবং দূষণমুক্ত। মিথানল জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, যা স্থানীয়ভাবে পাওয়া যায়- এটি সবুজ এবং ডিজেল ও অক্টেনের মতো জীবাশ্মভিত্তিক জ্বালানির মূল্যের উর্ধ্বগতির তুলনায় স্বাধীন।’

এর সুবিধাগুলো হলো- ফুয়েল সেলগুলো কম কার্বন নির্গমন নিশ্চিত করে, স্থানীয়ভাবে পাওয়া পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি হিসেবে মিথানল পানির সঙ্গে মিশ্রিত, নিরাপদ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিছু নেই, ডিজেল জেনারেটর (ডিজি) তুলনায় কম ফুটপ্রিন্ট প্রয়োজন হয়, মাসিক খরচ ব্যবহারের উপর ভিত্তি করে ডিজির তুলনায় কম, নির্ভরযোগ্য ও প্রাপ্যতার পরিমাণ বেশি, মিথানল কোনো ব্যবহারে না আসার কারণে ফুয়েল (ডিজেল) চুরির সমস্যা কোনো প্রভাব ফেলবে না, ফুয়েল সেল হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ খুব সহজ এবং সাধারণ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়