ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় নুসরাতকে পুড়িয়ে হত্যা’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় নুসরাতকে পুড়িয়ে হত্যা’

সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফেনীর নুসরাত জাহান রাফি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হলো।’

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা মানবসৃষ্ট সন্ত্রাস।  নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারলো।  মেয়েটা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এ ধরনের অমানবিক ঘটনাগুলো ঘটে, সত্যি মানব জাতির জন্য এটা অকল্যাণকর।’

শ্রীলঙ্কায় হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে এরকম বোমা হামলা, জঙ্গি হামলা কঠোর হস্তে দমন করেছি।  আমি দেশবাসীকে বলব- সর্তক থেকে যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখতে পান, তাহলে যেন সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানান।  আমরা চাই না পৃথিবীতে এ ধরনের ঘটনা কোথাও ঘটুক।  যারা সন্ত্রাসী, জঙ্গিবাদ করে তাদের কোনো ধর্ম নাই, দেশ-কাল-পাত্র নাই।  জঙ্গি জঙ্গিই, সন্ত্রাসী সন্ত্রাসীই।’

সরকারপ্রধান বলেন, ‘ইসলাম পবিত্র ধর্ম।  সেই ধর্মটাকেই সকল মানব জাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে।  ইসলাম শান্তির ধর্ম, সব ধর্মেই শান্তির কথা বলা আছে।  তারপরেও কিছু লোক ধর্মীয় উন্মাদনায় মানুষের প্রতি আঘাত করছে, মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।  এটা মানব জাতির জন্য বেদনাদায়ক এবং কষ্টকর।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়