ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘একটি বড় রাজনৈতিক দল ও জোট জঙ্গি তোষণ করেছে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘একটি বড় রাজনৈতিক দল ও জোট জঙ্গি তোষণ করেছে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ও জোট জঙ্গি তোষণ করেছে, পোষণ করেছে।

তিনি বলেন, বিএনপি জঙ্গিবাদ তোষণের, পোষণের এবং মদদদাতার ভূমিকা পালন করার কারণেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না।’

রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূলে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলা ভাইকে কারা পোষণ করেছিলো। ক্ষমতায় থাকতে বিএনপি এই বাংলা ভাইকে, বাংলা ভাই হয়ে ওঠার জন্য সব ধরনের প্রশাসনিক সহায়তা করেছে। বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন যে জোট, ২০ দলীয় ঐক্যজোট  বাংলাদেশ ক্রমাগতভাবে জঙ্গি পোষণ করেছে, তোষণ  করেছে।  তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য তাদেরকে ব্যবহার করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।’

তিনি আরো বলেন, ‘বাংলার জনগণ যখন প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনার দায়িত্ব দিল। তখন প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে জঙ্গি নির্মূল করার জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন। আমরা ভালো ফলাফল দেখছিলাম, জঙ্গি নির্মূল হচ্ছিলো।  তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা বিবৃতি দিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন এই জঙ্গিদের হত্যা করা হয়। খালেদা জিয়া আরো এক ধাপ বাড়িয়ে বলেছিলেন কিছু লোককে ধরে এনে তাদের আটক করে রাখা হয়, এদের চুল-দাড়ি লম্বা হলে তাদের জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘ বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল করার ক্ষেত্রে বিএনপি বড় প্রতিবন্ধকতা। বিএনপিকে অনুরোধ জানাবো, জঙ্গিবাদ তোষণের, পোষণের এবং মদদদাতার ভূমিকা আপনারা পরিহার করুন। জঙ্গিদের দিয়ে প্রতিপক্ষকে নির্মূলের হিংস্রতা থেকে বের হয়ে আসুন।’ 

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,  বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।



রাইজিংবিডি/ ঢাকা/৫ মে ২০১৯/হাসিবুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়