ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেসবুক থেকে ফোনের কন্টাক্ট লিস্ট মুছবেন যেভাবে

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক থেকে ফোনের কন্টাক্ট লিস্ট মুছবেন যেভাবে

প্রতীকী ছবি

মোখলেছুর রহমান : আমরা প্রায়শই জ্ঞাত বা অজ্ঞাতসারে আমাদের  স্মার্টফোনের কন্টাক্ট লিস্টটি ফেসবুকে আপলোড করে ফেলি। কিন্তু সাম্প্রতিক সময়ে ফেসবুকে যে হারে ব্যবহারকারীদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটছে, তাতে যেকোনো সময় ফেসবুকে আপলোড হওয়া এই সমস্ত কন্টাক্ট লিস্ট বেহাত হয়ে যেতে পারে।

তবে আপনি চাইলে ফেসবুক থেকে আপনার কন্টাক্ট লিস্ট মুছে ফেলতে পারেন। ফেসবুকে আপলোড করা আপনার স্মার্টফোনের কন্টাক্ট লিস্টটি মুছে ফেলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* আপনার ডেস্কটপ থেকে যেকোনো একটি ব্রাউজার খুলুন।

* এবার ব্রাউজার থেকে www.facebook.com/mobile/facebook/contacts/ -এই ওয়েবপেজটি ভিজিট করুন।

* এক্ষেত্রে আপনি যদি ফেসবুক থেকে লগ আউট হয়ে থাকেন তবে আপনাকে নতুন করে লগ ইন করতে হতে পারে।

* ওয়েবপেজটিতে আপনি কন্টাক্টস, কলস অ্যান্ড টেক্সট হিস্ট্রি, ইনভাইটেশন সেন্ট- তিনটি ট্যাব দেখতে পাবেন।

* এই তিনটি ট্যাবের অধীনে থাকা ‘ডিলিট অল’ অপশনটিতে ক্লিক করুন।

* অপশনটিতে ক্লিক করার পর সিদ্ধান্তটি নিশ্চিত করার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। ডিলিট এ ক্লিক করে আপনাকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

* প্রক্রিয়াটি সম্পন্ন করার পর ফেসবুক আপনাকে একটি মেসেজ পাঠাবে যে, সমস্ত আপলোড করা কন্টাক্টগুলো মুছে ফেলার আপনার অনুরোধটি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে। আপনার কন্টাক্ট লিস্টের আকারের উপর নির্ভর করে প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগতে পারে।

তথ্যসূত্র : গ্যাজেটস নাউ



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়